মোঃ শাহাজাদা হিরা: করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ ও ঈদ যাত্রা ও ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে শুরু থেকেই বরিশাল জেলা প্রশাসন নিয়মিতভাবে কঠোর মনিটরিং করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ ৮ আগস্ট বিকাল থেকেই স্বাস্থ্যবিধি মেনে লঞ্চগুলো যাত্রী তুলছে কিনা এবং নৌ পরিবহন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত এর চেয়ে বেশি যাত্রী তুলছে কিনা তা মনিটরিং করার জন্য বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমান-এর নির্দেশনায় লঞ্চঘাট এলাকায় বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসন এর পক্ষ থেকে মোবাইল কোর্ট টিম মাঠে অবস্থান নেন।
আজ বরিশাল লঞ্চ ঘাটে ছিলো ঢাকামুখী মানুষের ঢল। কর্তব্যরত মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার জানান যে জেলা প্রশাসক মহোদয় এর নির্দেশনায় ঈদ ফেরত যাত্রীদের যাত্রাপথ নির্বিঘ্নে করতে আমরা কাজ করে যাচ্ছি।ঢাকামুখি লঞ্চে যাত্রীদের চাপ বেশী থাকায় নির্ধারিত সময়ের আগেই সবগুলো লঞ্চ নদী বন্দর ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। স্বাস্থ্য বিধি রক্ষায় যাত্রী এবং লঞ্চ কর্তৃপক্ষকে কড়া সতর্কবার্তা দেয়া হয় বলে তিনি জানান। এদিকে জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান বলেন, সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট ও বিআইডব্লিউটিএ কে নির্দেশনা দেয়া হয়েছে স্বাস্থ্য বিধি মেনে যাত্রী পরিবহনের করতে হবে। অতিরিক্ত যাত্রী নিয়ে কোন লঞ্চ যাত্রা করতে পারবে না।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com