বরিশাল র‌্যাব-৮ এর অভিযানে বিপুল পরিমান “ইয়াবা ট্যাবলেট’ উদ্ধার ও মাদক ব্যবসায়ী গ্রেফতার

:
: ৬ years ago

মাদকাসক্তি একটি বহুমাতিৃক সামাজিক সমস্যা। এ সমস্যা ক্রমশঃ
বিস্তৃত হচ্ছে ব্যক্তি হতে পরিবার, পরিবার হতে সমাজে, সমাজ হতে রাষ্ট্র। যে যুব
সমাজ দেশ ও জাতির আগামী দিনের চালিকা শক্তি, তাদের একটি অংশ মাদকাশক্তির কবলে
পড়ে নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন
(র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় মাদক উদ্ধারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন
করে আসছে। র‌্যাব এই পর্যন্ত বিপুল পরিমাণ দেশী/বিদেশী অবৈধ মাদক উদ্ধার করে
সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

ধারাবাহিকতায়, র‌্যাব-৮, বরিশাল এর একটি বিশেষ আভিযানিক দল ০৬
অক্টোবর ২০১৮ তারিখ পটুয়াখালী জেলার কলাপাড়াতে একটি মাদক বিরোধী অভিযান
পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে নিজস্ব গোয়েন্দা সূত্রে জানতে পারে যে,
পটুয়াখালী জেলার কলাপাড়া থানার শেখ কামাল ব্রীজের দক্ষিণ পাশে হইতে চাঞ্চল্যকর
০২(দুই) জন ব্যক্তি, ১। মোঃ ইব্রাহীম (২৫), পিতা মৌলভী মোঃ ইউনুচ, সাং-পশ্চিম
পানখালী, থানা: টেকনাফ, জেলা: কক্সবাজার, ২। মোঃ আলম (৩০), পিতা আবুল হোসেন,
সাং-বালুখালী ক্যাম্প, সাইট নং-০৩, বাড়ী নং-৩০. থানা-উখিয়া, জেলা: কক্সবাজার কে
গ্রেফতার করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৮ জানতে পারে যে, আমদানীকৃত
নিষিদ্ধ অবৈধ মাদক দ্রব্য (ইয়াবা) চোরাইভাবে মায়ানমার হতে সমুদ্রপথে ট্রলারযোগে
আনিয়া প্রাইভেটকার যোগে ধৃত ব্যক্তি গন ঢাকায় নিয়ে যাচ্ছে।

তথ্যের ভিত্তিতে র‌্যাব-৮ এর বিশেষ আভিযানিক দল পটুয়াখালী জেলার কলাপাড়া থানার শেখ কামাল ব্রীজের
নিকট হতে দক্ষিণ পাশে গত ০৬ অক্টোবর ২০১৮ তারিখ রাত ০৩.৩০ ঘটিকার স্থানীয়
জনসাধারন এর উপস্থিতিতে ধৃত আসামীদের কাছথেকে তল্লাশী করে (১) ৬,৭৭,০৫৬ (ছয়
লক্ষ সাতাত্তর হাজার ছাপান্ন) পিচ ইয়াবা ট্যাবলেট, (২) ০১টি বিদেশী তৈরি
পিস্তল, (৩) ০২টি পিস্তলের ম্যাগাজিন, (৪) ০৪টি পিস্তলের গুলি, (৫) ০৪টি
মোবাইল, (৬) ০৪টি মোবাইলের সিমকার্ড, (৭) নগদ ১৯৭৫/- টাকা উদ্ধার করা হয়।
৩। উল্লেখ্য, মাদক চোরাচালানের অন্যতম পথ হিসেবে কুয়াকাটা ব্যবহৃত হচ্ছে বলে
গোয়েন্দা তথ্যে প্রতিয়মান। ইতিমদ্ধে র‌্যাব-৮ এর আভিযানিক দল বেশ কয়েকটি চালান
ধরতে সক্ষম হয়েছে। গোয়েন্দা তৎপরতা চলমান রয়েছে। মাদকের এই রুট ব্যবহার করে মূলত
ঢাকা সহ অন্যান্য শহরে মাদক সরবরাহ করে বলে তথ্য পাওয়া যায়।
৪। *এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং ভবিষ্যাতে র‌্যাব-৮ এর মাদক
অভিযান অব্যাহত থাকবে।