বরিশাল র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ ‘দম্পতি’ আটক

লেখক:
প্রকাশ: ৬ years ago

অনলাইন ডেস্ক : ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সদর থেকে দুই শ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি স্বামী ও স্ত্রীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ৮ (র‍্যাব), ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল।

আজ সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌরসভার সামনের সড়কে একটি বাসে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় বহনকৃত দুই শ বোতল ফেনসিডিলসহ রেজাউল করিম সরদার (৩০) ও তার স্ত্রী ময়না আক্তার (২৬) কে আটক করেছে র‍্যাব। এ ব্যাপাওে ভাঙ্গা থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

আটককৃত রেজাউল করিম বরিশাল বিমানবন্দর থানার শিবপাশা এলাকার আব্দুল মজিদ সরদারের ছেলে। সে দীর্ঘদিন ধরে যশোর সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলায় বিক্রি করে।

র‍্যাব ৮, ফরিদপুর ক্যাম্প কমান্ডার মেজর নাজমুল আরেফিন পরাগ জানান, গোপনসূত্রে খবর পেয়ে আজ সকাল ৮টার দিকে ভাঙ্গা পৌর সভার সামনে চেকপোস্ট বসিয়ে গোপালগঞ্জ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ফেনসিডিল উদ্ধার ও তাদের আটক করা হয়। এ ব্যাপারে ভাঙ্গা থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।