পিরোজপুর জেলার নেছারাবাদ থেকে ১১ বছরের শিশু ধর্ষণকারী মোঃ আশ্রাব আলী হাওলাদারকে (৫৫) গ্রেফতার করেছে র্যাপিট এ্যাকশন ব্যাটিলিয়ন (র্যাব-৮)।
র্যাব-৮ এর বরিশাল সদর দফতরে শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মোঃ আশ্রাব আলী হাওলাদার পিরোজপুরের নেছারাবাদের মৃত হাসেম আলী হওলাদারের ছেলে।
র্যাব জানায়, ছদ্মনাম গীতা(১১) নামের প্রতিবেশী মেয়েকে নাতি বলে ডাকতো। সেই কোমলমতি নাতি গীতা প্রায়ই নানার দোকানে যেত এবং টিভি দেখতো। এতে করে কখনও কেউ কিছু সন্দেহ করেনি। গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৫ টার দিকে টিভি দেখার জন্য গীতা মোঃ আশ্রাব আলীর দোকানে আসলে খাবারের প্রলোভন দেখিয়ে দোকানের পিছনে নিজ বসতঘর ফাঁকা থাকায় ডেকে নিয়ে বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং জোরপূর্বক ধর্ষণ করে। এসময় গীতার গোনাঙ্গে ক্ষত সৃষ্টি হয় এবং প্রচুর পরিমানে রক্তক্ষরণ হয়। গীতা বাড়ী যাওয়ার পর রক্তক্ষরণ দেখে স্বজনেরা বিষয়টি জানতে পারে এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছে দেখে দ্রুত তাকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। পরে গীতার বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে নেছারাবাদ থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে মোঃ আশ্রাব আলী হাওলাদারকে র্যাব-৮ এর আভিযানিক দল শনিবার দুপুরে গ্রেফতার করে।
এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় র্যাব।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com