বরিশাল রেঞ্জ এবং জেলা পুলিশের আয়োজনে মাদক বিরোধী কনসার্টে সাবিনা ইয়াসমীন

লেখক:
প্রকাশ: ৭ years ago

দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে গানের ভুবনে তার রাজত্ব। অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী হিসেবে সবখানেই তার সুখ্যাতি। বাংলা গানের শ্রোতারাদের মাঝে ‘গানের পাখি’ হিসেবে পরিচিত মানুষটি হলেন সাবিনা ইয়াসমীন। আজকাল কনসার্টে গাইতে তেমন একটা দেখা যায়না তাকে। তার ভক্তদের জন্য খুশির খবর হল বেশ কিছু দিন পরে বরিশাল রেঞ্জ ও জেলা পুলিশের কনসার্টে গাইবেন কিংবদন্তী শিল্পী সাবিনা ইয়াসমীন।

বরিশালের পুলিশ লাইন্স মাঠে বৃহস্পতিবার (১০ মে) সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ‘রংধনু গ্রুপ নিবেদিত সন্ত্রাস ও মাদক বিরোধী কনসার্ট-২০১৮’। এ অনুষ্ঠানে সাবিনা ইয়াসমীন ছাড়াও সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী কনা, নকুল কুমার বিশ্বাস, কাজী শুভ এবং ব্যান্ড দল ডিফারেন্ট টাচ। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন নাদিয়া, সোহেল, ডিএ তায়েব।

বিশেষ এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি বরিশাল পুলিশ লাইন্স মাঠ থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে রাত ১০টা পর্যন্ত সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা। শান্তা জাহানের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করবেন মুকাদ্দেম বাবু ও মোশতাক হোসেন।

উল্লেখ্য, সত্তর-আশির দশকের দিকে বাংলা গানের শ্রোতাদের সাবিনা মুগ্ধ করে রেখেছিলেন তার শ্রুতিমধুর কিছু গান দিয়ে। সেরা গায়িকা হিসেবে তিনি ১২ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। তার গান এখনও সমান ভাবেই জনপ্রিয়। তার কণ্ঠে ‘জন্ম আমার ধন্য হলো’, ‘সে যে কেন এলো না’, ‘সেই রেললাইনের ধারে’, ‘সব ক’টা জানালা খুলে দাও না’, ‘এই পৃথিবীর পরে’, ‘সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য’, ‘চিঠি দিও প্রতিদিন’, ‘একটি বাংলাদেশ তুমি’,‘এই মন তোমাকে দিলাম’, ‘আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই’সহ অসংখ্যা গান আজো শ্রোতাদের মনে দাগ কেটে রয়েছে।