বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং ও স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং কর্মকাণ্ডে দক্ষতা ও সাফল্যের স্বীকৃতি স্বরূপ বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহামুদ হাসান। কর্মদক্ষতার জন্য গতকাল রবিবার তাকে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম। এ সময় ঝালকাঠির পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কৃতি এই পুলিশ কর্মকর্তা ঝালকাঠিতে মাদক বিরোধী অভিযানেও ইতিমধ্যে ব্যাপক সাফল্য অর্জন করেছেন। তিনি বিভিন্ন সময়ে স্থানীয় বিরোধ নিষ্পত্তি করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। তিনি ঝালকাঠি জেলার অসংখ্য মানুষের হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করেন। প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার করে ফেরৎ দিয়েছেন ক্ষতিগ্রস্তদের। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে পাশে দাঁড়িয়েছেন সাধারণ মানুষের। অধিনস্তদের মাঝে জনপ্রিয় এম এম মাহামুদ হাসানের সাফল্যে খুশি জেলা পুলিশ বিভাগ।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com