বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ ওসি আফজাল

লেখক:
প্রকাশ: ৪ years ago

শামীম আহমেদ : মাসিক অপরাধ ও পর্যালোচনা সভায় বরিশাল রেঞ্জের (বিভাগের) শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন মোঃ আফজাল হোসেন।

বৃহস্পতিবার দুপুরে জানা গেছে, জুলাই মাসের সর্বিক বিষয়ে পর্যালোচনা করে গৌরনদী মডেল থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসেনকে রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত করা হয়।

বরিশাল রেঞ্জের মাসিক অপরাধ ও পর্যালোচনা সভার প্রধান অতিথি রেঞ্জ ডিআইজি এসএম আখতারুজ্জামান শ্রেষ্ঠ ওসি হিসেবে আফজাল হোসেনকে সম্মাননা ক্রেস্ট ও ভবিষ্যতে কর্মোদ্যম বৃদ্ধির লক্ষ্যে প্রশংসাপত্র প্রদান করেছেন।

পাশাপাশি একই থানার চৌকস এসআই মোঃ হারুন-অর রশিদ এবং এএসআই মোঃ আসাদুল ইসলাম বরিশাল জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়ে সম্মাননা পুরস্কার গ্রহণ করেছেন।