বরিশাল রির্পোর্টাস ইউনিটির সদস্যদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

লেখক:
প্রকাশ: ৫ years ago

বরিশালের জেলা প্রশাসকের সাথে বরিশাল রিপোর্টার্স ইউনিটির সদস্যদের শুভে”ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে ইউনিটির সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেছেন, দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য। যা সম্ভব হয়েছে তথ্য নির্ভর আর পেশাদারিত্ব সাংবাদিকতা অব্যাহত থাকায়। তবে আবার অপসাংবাদিকতার কারণে মনগড়া সংবাদ প্রকাশ করলে অনেক সময় দেশের সংকটময় পরিস্থিতি সৃস্টি হয়। তাই সংবাদ প্রকাশ করার পূর্বে জনস্বার্থ ও রাষ্ট্রস্বার্থের কথা চিন্তা করে সংবাদ প্রকাশ করলে দেশের কাঙ্খিত উন্নয়ন অর্জিত হবে।

বরিশাল রিপোর্টার্স ইউনিটি সভাপতি সুশান্ত ঘোষের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিথুন সাহার সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রট সুব্রত বিশ্বাস, বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক আনিসুর রহমান খান স্বপন, সাবেক সভাপতি আলী জসীম, নজরুল বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদার প্রমুখ।