কিপিং পাওয়ার ইন চেক : মিডিয়া, জাস্টিজ এন্ড রোল অব ল’ এই স্লোগানকে সামনে রেখে বরিশালে ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’ অথবা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করা হয়েছে। বরিশাল রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ‘বৃহষ্পতিবার (৩ মে) বেলা সাড়ে ১১ টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হল চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়।
র্যালিটি নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এসে শেষ হয়। পরে বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংগঠনের সভাপতি নজরুল বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সদস্য মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বরিশাল টেলিভিশন মিডিয়া এ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, বরিশাল রিপোর্টার্স ইউনিটি’র সাবেক সভাপতি সুশান্ত ঘোষ প্রমুখ। উপস্থিত ছিলেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আলী খান জসিম, সাবেক সাধারণ সম্পাদক কামরুল আহসান, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক কামাল, সাবেক কোষাধাক্ষ্য মিথুন সাহা, দপ্তর সম্পাদক মুশফিকুর রহমান, সাবেক দপ্তর সম্পাদক অলিউল ইসলামসহ সকল সদস্যবৃন্দ। এসময় বক্তারা তথ্য সংগ্রহ ও খবর প্রকাশ করতে গিয়ে সংবাদকর্মীরা নানাভাবে হয়রানী, হুমকি, মামলা-হামলার শিকারের ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ, উদ্বেগ প্রকাশ করেন।
পাশাপাশি ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন প্রদান, অবসরকালীন ভাতা প্রদান ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহবান জানান। উল্লেখ্য ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’ অথবা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়।