বরিশাল রিপোটার্স ইউনিটির বিক্ষোভ

লেখক:
প্রকাশ: ৩ years ago

দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম পেশাগত দায়িত্বে তথ্য সংগ্রহ করতে গিয়ে হেনস্থা হওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে বরিশাল রিপোটার্স ইউনিটি। আজ মঙ্গলবার(১৮ মে) বেলা সাড়ে ১২ টায় বরিশাল নগরীর অশ্বীনি কুমার টাউন হলের সামনে থেকে বিক্ষােভ শুরু হয়ে রিপোটার্স ইউনিটিতে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলের সভাপতিত্ব করেন বরিশাল রিপোটার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর ব্যুরোচীফ মোঃ জসিম উদ্দিন, বরিশাল রিপোটার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, সাধারণ সম্পাদক মিথুন সাহা, বরিশাল রিপোটার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক বাপ্পি মজুমদার, কবি সাহিত্যক হেনরী স্বপন, বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিল এর সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান, বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, বরিশাল রিপোটার্স ইউনিটি সাবেক দপ্তর সম্পাদক আল আমিন জুয়েল, নিউজ বাংলার বরিশাল ব্যুরোচীফ তম্ময় তপু, বাংলাদেশ টেলিভিশন বিটিভির ডাটা এন্ট্রি অপরাটার ও নিউজ জি বরিশাল প্রতিনিধি এস এল টি তুহিন সহ বরিশালের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বক্তারা রোজিনা ইসলামের সাথে যে ঘটনা ঘটেছে তা খুবই ন্যাক্কারজনক। দ্রুত সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবী জানাচ্ছি অন্যথায় সাংবাদিকদের স্বার্থে কঠোর থেকে কঠোর আন্দোলন করা হবে।