বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস

লেখক:
প্রকাশ: ৭ years ago
মোহাম্মদ ইউনুস

বরিশাল শিক্ষাবোর্ডে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন মোহাম্মদ ইউনুস। সোমবার (২১ মে) মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের আদেশক্রমে সিনিয়র সহকারি সচিব ফাতেমা তুল জান্নাত স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বিষয়টি অবহিত করা হয়েছে।

মোহাম্মদ ইউনুস মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বরিশাল অঞ্চলের পরিচালক হিসেবেও দায়িত্বরত রয়েছেন।

ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে- পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন।

এর আগে বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হককে গত মাসে ঢাকা বোর্ডে বদলি করা হয়। তিনি সেখানে যোগদানের পরে এই বোর্ডে চেয়ারম্যানের পদটি দীর্ঘদিন যাবত শূন্য ছিল বলে জনিয়েছে সংশ্লিষ্টরা।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হয়েছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। তিনি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজের শিক্ষক। বোর্ডের চেয়ারম্যান পদে তাকে বদলিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

সোমবার (২১ মে) মহামান্য রাষ্ট্রপতির আদেশকক্রেম শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

দুই মাস শূন্য থাকার পর বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হল। গত ১৯ মার্চ বরিশাল শিক্ষা বোর্ডে চেয়ারম্যান মু. জিয়াউল হককে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলে বরিশাল বোর্ডের চেয়ারম্যান পদটি শূন্য হয়।

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ ইউনুস মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রকল্প সেসিপের বরিশাল অঞ্চলের পরিচালক ছিলেন।’