বরিশাল মহানগর পুলিশের ডিসির জেষ্ঠ্য পুত্র জারীফ জাতিসংঘের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সর্বকনিষ্ঠ বিচারক !!

লেখক:
প্রকাশ: ৪ years ago

জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘দি ফিউচার ইউ ওয়ান্ট’  শীর্ষক আন্তর্জাতিক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রসহ ৮৪টি দেশের  কিশোররা অংশ নেয়। তাদের বয়স ১৩ থেকে ১৫ বছর।

জেনেভায় জাতিসংঘের ডিরেক্টর জেনারেল টাটিয়ানা ভেলোভায়া ২৭ আগস্ট  বিচারক সাইয়েদ মুহাম্মদ জারীফ সালেহকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন।

জারীফ বরিশাল মহানগর পুলিশের ডিসি (সদর দপ্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ ও প্রকৌশলী নিশাত সিদ্দিকের জেষ্ঠ্য পুত্র।সে কুমিল্লা ক্যাডেট কলেজে সপ্তম শ্রেনীতে অধ্যায়নরত ।

ছোট  থেকেই জারীফ  তার আঁকা চিত্র কৌশলে যথেষ্ট মেধার স্বাক্ষর রেখে আসছে ।বাসায় আঁকা প্রতিটি কাজকে মনে মনে কল্পনায় ধরে নেয় এটাই চুড়ান্ত এবং জয়ী  হতে হবে। সে বিশ্বাস করে, তাঁর জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট নিজেকে  আলোক চিত্রি হিসেবে সারা বিশ্বের দরবারে পরিচিত হওয়া। সেই অবস্থান জারীফ থেকে চিত্রাঙ্কণ ভালোবাসতে  শুরু করে সময়ে লুফে নিয়েছে  সর্বাধিক সম্মাননা। শিশু জারীফ ছোট থেকেই অনেক মেধাবী ,তাঁর নিপুঁণ চিত্রকলায় দেশ বিদেশে রয়েছে ব্যপক সুনাম ।

জারীফ ২০১৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ এবং ২০১৯ সালের ২০ জানুয়ারি  গ্যাবারন ফাউন্ডেশন আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস চিত্রাঙ্কন  প্রতিযোগিতায় বিশ্বে প্রথম হয়। তখনও ৭০ দেশের ১৭ হাজার প্রতিযোগী অংশ নেয়।

জাপান ও ভারতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে জারীফ। জাতীয়  শিশু দিবসে বেসরকারি টিভি চ্যানেল আরটিভি আয়োজিত প্রতিযোগিতায় প্রথম হয় সে। সে সবার কাছে দোয়া চেয়েছে।