শুক্রবার (৩রা আগষ্ট) সংগঠনের উপ-দপ্তর সম্পাদক কাজী মুনির উদ্দিন তারিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
নোটিশ প্রাপ্ত নেতৃবৃন্দরা হলেন, মহানগর আওয়ামী লীগের ৬ নং ওয়ার্ড সভাপতি সামসুদ্দিন আহমেদ বাবুল, ৯ নং ওয়ার্ড সভাপতি আশ্রাব উদ্দিন আহমেদ এমরাজ, ১০ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, ১১ নং ওয়ার্ড সাধারন সম্পাদক মজিবুল হক স্বপন, ১৩ নং ওয়ার্ড সভাপতি মোঃ মাসুদ খন্দকার, সাধারন সম্পাদক মো. হুমায়ুন কবির, ১৭ নং ওয়ার্ড সভাপতি কাজী রোকন উদ্দিন, ১৮ নং ওয়ার্ড সাধারন সম্পাদক সৈয়দ বশির আহমেদ, ২৫ নং ওয়ার্ড সভাপতি বিদ্যুৎ কর্মকার পিংকু, ২৭ নং ওয়ার্ড সভাপতি মোঃ আবদুল আলিম বাবুল ও ৩০নং ওয়ার্ড সভাপতি মোঃ গোলাম মোস্তফা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল ও সাধারণ সম্পাদক এডভোকেট এ কে এম জাহাঙ্গীর এর নির্দেশে গত ৩০ জুলাই ২০১৮ অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বিভিন্ন ওয়ার্ডে সংগঠন বিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলা ভঙ্গের কারনে উপরের নেতৃবৃন্দদের কেন বহিষ্কার করা হবে না, সেজন্য কারন দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।
এছাড়াও নোটিশ পাওয়ার এক সপ্তাহের মধ্যে নোটিশের জবাব মহানগর আওয়ামী লীগের দপ্তর বরাবরে প্রেরন করার নির্দেশ দেয়া হয়েছে।