বরিশাল মহানগরে প্ল্যান বহির্ভূত ভবন ২৫০

লেখক:
প্রকাশ: ৭ years ago
বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)

বরিশাল মহানগরীতে প্রায় ২৫০ টি ভবন প্ল্যান বহির্ভূত ভাবে নির্মাণ করা হয়েছে। এর মধ্যে তিন তলা প্ল্যান পাশ করা ভবন চার থেকে পাঁচ তলা করা হয়েছে। আবার বিনা প্ল্যানে বাড়তি যায়গা নিয়ে অনেক ভবন উঠে গেছে।

গত ২ সপ্তাহ ধরে মহানগরীর বিভিন্ন এলাকায় জরিপ করে এসব ভবন চিহ্নিত করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)।

একই সাথে ওইসব ভবন মালিককে নোটিশ দিয়েছে বিসিসি কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে বিসিসির সড়ক পরিদর্শক (আরআই) মো. সালাউদ্দিন জানান, ২৫০ টি ভবন মালিককে নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে প্ল্যান বহির্ভূত ভবন নির্মাণ করার কারণ জানতে চাওয়ার পাশাপাশি প্ল্যানের আওতায় আসার জন্য বলা হয়েছে।

এদিকে এ বিষয়ে শনিবার (১২ মে) দুপুরে নগর ভবনে মেয়র আহসান হাবিব কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সড়ক পরিদর্শক জাহাঙ্গির হোসেন জানান, এতদিন ভবনের রিভাইজ প্ল্যান বন্ধ ছিল। কোন কোন ভবন প্ল্যানবিহীন খুজতে রিভাইজ প্ল্যান ফের চালু হয়েছ।

তিনি জানান, জরিপে দেখা গেছে তিন তলা প্ল্যান পাশ করা ভবন চার থেকে পাঁচ তলা করা হয়েছে। আবার বিনা প্ল্যানে বাড়তি যায়গা নিয়ে অনেক ভবন উঠে গেছে।

সভায় সিটি মেয়রের সভাপতিত্বে নগরের ৩০টি ওয়ার্ডের অধিকাংশ কাউন্সিলর উপস্থিত ছিলেন।