শুক্রবার (৪ অক্টোবর) বোধনের মধ্য দিয়ে শুরু হলো হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। শাস্ত্রমতে, দেবী দুর্গা অসুর বধ করে ভক্তদের মধ্যে শান্তি ছড়িয়ে দিতেই কৈলাস ছেড়ে মর্ত্যলোকে নেমে আসেন। এবার দেবীর বাহন ঘোড়া। শাস্ত্র অনুযায়ী, দেবীর ঘোড়ায় আসা বা যাওয়া কোনোটাই শুভ লক্ষণ বলে বিবেচিত নয়। ঘোড়ায় দেবীর আগমনের অর্থ ছত্রভঙ্গ পরিস্থিতি। আবার পূজা শেষে মর্ত্য থেকে বিদায় নেওয়ার সময়ও সবকিছু ছিন্নভিন্ন হবে—সনাতন ধর্মাবলম্বীদের এমনটাই বিশ্বাস।
আজ ৬ অক্টোবর রবিবার সন্ধ্যা ৭ টায় বরিশাল মহানগরীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন বরিশালের জেলা প্রশাসক, এস, এম, অজিয়র রহমান। এসময় তার সাথে ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল, মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল, শহীদুল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয়, মনীষা আহমেদ, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, সাজ্জাদ পারভেজসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক প্রথমে নগরীর কালীবাড়ী রোডস্থ শ্রীশ্রী পাষাণময়ী কালীমাতার মন্দির পরিদর্শন করেন।
সেখানে উপস্থিত কমিটির সদস্যদের সাথে পূজার বিভিন্ন ববিষয়ে খোজ খবর নেন। পরে সেখান থেকে হাসপাতাল রোডে অবস্থিত কারিকর বিড়ি সার্বজনীন দুর্গাপূজা মন্দির, সদর রোড শ্রীশ্রী জগন্নাথ মন্দির, ফলপট্টি শ্রীশ্রী কালীমাতা ঠাকুরানীর মন্দির, বিএম কলেজ রোডস্ত রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসক মন্দির পরিদর্শন করেন, পাশাপাশি প্রতিটা মন্দির কমিটির সদস্যদের সাথে কথা বলেন। এবারের পুজোর সার্বিক বিষয় নিয়ে পূজা মণ্ডপে আগত দর্শনার্থীদের সাথেও কথা বলেন জেলা প্রশাসক বরিশাল। আজ রবিবার মহাঅষ্টমী পূজা, সেদিন হবে সন্ধিপূজা। সোমবার সকালে বিহিত পূজার মাধ্যমে হবে মহানবমী পূজা। আর মঙ্গলবার সকালে দর্পণ বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।
বরিশাল জেলায় মোট পূজা মন্ডপের সংখ্যা ৬১৯ টি। এর মধ্যে বাকেরগঞ্জ উপজেলা ৭৫ টিকে, গৌরনদী উপজেলা ৮৩ টি, মুলাদী উপজেলা ১২ টি, মেহেন্দিগঞ্জ উপজেলা ২৪ টি, হিজলা উপজেলা ১৪ টি, আগৈলঝাড়া উপজেলা ১৫৪ টি, বাবুগঞ্জ উপজেলা ২৩ টি, বরিশাল সদর উপজেলা ও মহানগর ৬৪ টি, বানারীপাড়া উপজেলা ৬০ টি, উজিরপুর উপজেলা ১১০ টি পূজা মন্ডপ। প্রতিটি পূজা মণ্ডপে প্রস্তুত রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তা কার্যক্রম। পূজা মন্ডপগুলো সাজানো হচ্ছে নানান সাজে। সনাতন ধর্মালম্বীদের মধ্যে বিরাজ করেছে উৎসবের আমেজ মায়ের আগমন উপলক্ষে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com