বরিশাল মহানগরীতে ০৩টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

লেখক:
প্রকাশ: ৪ years ago

রবিবার বরিশাল নগরীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব)  বাবলু কুমার সাহার সার্বিক নির্দেশনায় বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক পরিচালিত বাজার তদারকিমূলক অভিযানে বরিশাল মহানগরীর চক বাজার, বিউটি রোড, পোর্ট রোড ও পিঁয়াজ পট্টিতে পণ্যের (কেক) মোড়কে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করার অপরাধে ০৩ টি বেকারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২২,৫০০(বাইশ হাজার পাঁচশত) টাকা জরিমানা আরোপ করা হয়।

অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।অভিযান চলাকালে মুদি দোকান,পিঁয়াজ,রসুন ও আদার আড়ৎ, ফলের দোকান এবং বেকারী তদারকি করা হয়।উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের সামাজিক দুরুত্ব মেনে চলা এবং মাস্ক পরিধান করার জন্য অনুরোধ করা হয়।

সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন উপ পরিদর্শক জনাব হানিফ সিকদারসহ ১০ এপিবিএন বরিশালের একটি টিম। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।