বরিশাল ব্লাড ডোনারস ক্লাবের আয়োজনে নগরীর চৌমাথায় ব্যতিক্রমী এক উৎসব

লেখক:
প্রকাশ: ৫ years ago

এটা মেলা কিংবা বসন্ত উৎসব নয় এটা রক্তদাতা এবং স্বেচ্ছাসেবকদের মহা উৎসব।আজ বিকেল তিনটায় এই মহা আয়োজনের উদ্বোধন করেন শেবাচিমহা, সমাজসেবা অফিসার জনাবা দিলরুবা রইচি এই আয়োজনে আরো উপস্থিত হয়েছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর আঞ্চলিক প্রধান হাফিজুর রহমান দিপু। এছাড়াও বিবিডিসির প্রতিষ্ঠাতা সভাপতি আওলাদ খান এবং সাধারণ সম্পাদক আলিমুর রহমান সহ সকল তরুণ স্বেচ্ছাসেবক উপস্থিত থেকে অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করেন।

বিবিডিসির মহা উৎসবের প্রধান আকর্ষণ ছিলো বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্তদাতাদের মিলনমেলা। এছাড়াও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ছিলো ফেষ্টুন,প্লাকার্ড এবং নানা চিত্রকর্মের প্রদর্শনী। এখানে রক্তদাতাগণ তাদের নানা সুখস্মৃতি সবার মাঝে তুলে ধরেন যা সকল প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। দুপুর দুই টায় শুরু হওয়া এই আয়োজন সন্ধ্যা সাত টায় শেষ হয়। সকল আয়োজনের পাশাপাশি চলেছিল মানবসেবায় আগ্রহীদের জন্য স্বেচ্ছাসেবক নিবন্ধন। “জীবন বাঁচাতে রক্তদিন,ভালোবাসা থাক অমলিন” এই স্লোগান নিয়ে বরিশাল ব্লাড ডোনারস ক্লাব অসহায় মানুষদের পাশে থেকে কাজ করে যাচ্ছে দীর্ঘ নয় বছর ধরে। সকলের প্রতি আহবান এই যে আপনি, আমি সকলে মিলে গড়তে পারি একটি সুন্দর পৃথিবী, সকল ভালোর সাথে থাকার প্র‍য়াস নিয়ে এগিয়ে আসুন মানবসেবায়।