বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রে ৮০৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। তবে এই পরীক্ষায় কোনো শিক্ষক ও পরীক্ষার্থী বহিষ্কার হওয়ার খবর নেই।
অনুপস্থিতির মধ্যে ভোলা জেলায় ১১৭ জন, বরগুনায় ৮৪, পটুয়াখালীতে ১৫০, পিরোজপুরে ৯৬, ঝালকাঠিতে ৬৬ ও বরিশালে ২৯০ জন রয়েছে। এর ফলে সোমবার বাংলা প্রথম পত্র পরীক্ষায় মোট ৫৮ হাজার ১০৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৭ হাজার ৩০৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
এই তথ্য নিশ্চিত করে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আনোয়ারুল আজিম জানিয়েছেন, ২০১৯ সালের এইচএসসি পরীক্ষায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় বিভাগের ৬ জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬৪ হাজার ৯১৯ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩০ হাজার ২৯ জন এবং ছাত্রী ৩১ হাজার ৮৯০ জন। যার মধ্যে নিয়মিত ৫১ হাজার ৯৩৬, জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ৮৭১, প্রাইভেট পরীক্ষার্থী ৩০ ও অনিয়মিত পরীক্ষার্থী ১২ হাজার ৫৮২ জন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com