এসএসসি ও সমমান পরীক্ষায় মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বরিশাল শিক্ষা বোর্ডে ২৩ জনকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ৪৩৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
দুপুরে বরিশাল বোর্ডের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য ভোলায় ১০ জন, বরগুনায় ৪ জন, পটুয়াখালীতে ৬ জন ও বরিশালে ৩ জনসহ মোট ২৩ পরিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
এছাড়া ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় ভোলায় ৬২ জন, বরগুনায় ৫৮ জন, পটুয়াখালীতে ১০৬ জন, পিরোজপুরে ৪৭ জন, ঝালকাঠিতে ৫২ জন ও বরিশালে ১১৪ জন অনুপস্থিত ছিলেন।
এর ফলে এই পরীক্ষায় মোট ৯২ হাজার ৯৯১ জন পরীক্ষার্থীর মধ্যে ৯২ হাজার ৫৫২জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বরিশাল শিক্ষা বোর্ডে এবার মোট পরীক্ষার্থী ১ লাখ ৭ হাজার ৫৭৫ জন। এর মধ্যে ছাত্র ৫৩ হাজার ৪১ জন এবং ছাত্রী ৫৪ হাজার ৫৩৪ জন।