বরিশাল বোর্ডে প্রথম দিন অনুপস্থিত ৩৯০ জন

লেখক:
প্রকাশ: ৬ years ago

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার বাংলা প্রথম পত্রে ৩৯০ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। পাশাপাশি ভোলা জেলায় ২ ও পটুয়াখালী জেলায় ১ জনসহ ৪ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে।অনুপস্থিতির মধ্যে ভোলা জেলায় ৬৯, বরগুনায় ৪৬, পটুয়াখালীতে ৬৯, পিরোজপুরে ৩৮, ঝালকাঠিতে ৪২ ও বরিশালে ১২৬ জন রয়েছে। এরফলে আজ বাংলা প্রথম পত্র পরীক্ষায় মোট ৮৭ হাজার ৬২০ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৭ হাজার ২৩০ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেন।এদিকে ব‌রিশা‌লে সুষ্ঠু ও শা‌ন্তিপূর্ণভা‌বে অনুষ্ঠিত হয়েছে এসএস‌সির প্রথম‌দি‌নের পরীক্ষা। যথারীতি সকাল ১০ টায় পরীক্ষা শুরু হয় এবং ক‌ঠোর নিরাপত্তার মধ্য দি‌য়ে অনু‌ষ্ঠিত হচ্ছে বাংলা প্রথমপত্র পরীক্ষা। ব‌রিশাল শিক্ষা বো‌র্ডে এবার মোট পরীক্ষার্থির সংখ্য ১ লাখ ৭ হাজার ৫ শ ৭৫ জন। এর ম‌ধ্যে ছাত্র ৫৩ হাজার ৪১ জন এবং ছাত্রী ৫৪ হাজার ৫ শ ৩৪ জন। কেন্দ্র ১শ ৭৬ টি।

এছাড়া ২৩ টি ভি‌জি‌লেন্স টিমের ম‌ধ্যে শিক্ষা বো‌র্ডের ভি‌জি‌লেন্স টিম ১৬টি। এর বাই‌রেও জেলা প্রশাস‌নের একা‌ধিক টিম দায়িত্ব পালন করেছে। প্রশ্নফাঁ‌সের কোন গুজব বা অভি‌যোগ এখন পর্যন্ত পাওয়া যায়‌নি। এধর‌নের ‌গুজ‌বে কান না দেয়ার জন্য শিক্ষার্থী ও অভিভাবক‌দের প্রতি অনু‌রোধ জা‌নি‌য়ে‌ছেন ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের চেয়ারম্যান প্রফেসর মো: ইউনুস।