বরিশাল বোর্ডে গণিত পরীক্ষায় অনুপস্থিত ৫১৩- বহিষ্কার ১২

:
: ৬ years ago

বরিশালে এসএসসি পরীক্ষার গণিত বিষয়ে ৫১৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া বরিশাল নগরে ৪, ঝালকাঠিতে ১, পটুয়াখালীতে ১, বরগুনায় ২ ও ভোলায় ৪ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে।

অনুপস্থিতির মধ্যে ভোলা জেলায় ৯২, বরগুনায় ৬৫, পটুয়াখালীতে ১১৮, পিরোজপুরে ৫৭, ঝালকাঠিতে ৪৩ ও বরিশালে ১৩৮ জন রয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) গণিত পরীক্ষায় মোট ৯৮ হাজার ২০৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৭ হাজার ৬৯০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আনোয়ারুল আজিম জানান, এবার এসএসসি পরীক্ষায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের আওতায় বিভাগের ৬ জেলায় ১লাখ ৩ হাজার ৭৮৮ জন পরীক্ষার্থী রয়েছে। ১ হাজার ৪২৬টি বিদ্যালয়ের এই শিক্ষার্থীরা বিভাগের ৬ জেলার মোট ১৭২টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা। মোট পরীক্ষার্থীর মধ্যে ৫২ হাজার ২১০ জন ছাত্র ও ৫১ হাজার ৫৭৮ জন ছাত্রী রয়েছে। এদের মধ্যে ৮৪ হাজার ৮৩৩ জন নিয়মিত পরীক্ষার্থী রয়েছে। এছাড়াও জিপিএ উন্নয়নে ৮৩ জন এবং অনিয়মিত ১৮ হাজার ৮৭২ জন পরীক্ষার্থী রয়েছে।