১৪ দল বরিশাল জেলা ও মহানগরের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন বরিশাল সিটি নির্বাচনে আ.লীগ মনোনীত মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে ১৪ দলের একক মেয়র প্রার্থী হিসেবে ঘোষনা দেয়া হয়েছে। গতকাল বিকেল ৫ টায় বরিশাল আইনজীবী সমিতি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা ১৪ দলের সমন্বয়ক এড তালুকদার মোঃ ইউনুস এমপি।
বরিশাল মহানগর আ.লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য পাওয়াগেছে। সভায় ১৪ দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্তিত ছিলেন-বরিশাল মহানগর আ.লীগের সভাপতি এড গোলাম আব্বাস চৌধুরী দুলাল, অধ্যাপক নজরুল হক নিলু, এড আবদুল হাই মাহবুব, শহীদুল ইসলাম মিরন, দাশগুপ্ত আশীষ কুমার, অধ্যক্ষ আবু রশিদ, মশিউর রহমান মিন্টু, সৈয়দ আনিস, শান্তি দাস ও এড. আফজালুল করিম প্রমুখ। সভায় সর্ব সম্মতিক্রমে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে ১৪ দলের একক মেয়র প্রার্থী হিসেবে ঘোষনা করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com