 
     মোঃ শাহাজাদা হিরা:: আজ ২৬ জুলাই রবিবার দুপুর ১২ টার দিকে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল এর সম্মেলন কক্ষে বরিশাল বিসিক শিল্পনগরীর বেঙ্গল বিস্কুট লিমিটেড এর সহকারী অপারেটর কর্মরত অবস্থায় নিহত আব্দুল রাজ্জাকের পরিবারের হাতে বেঙ্গল বিস্কুট লিমিটেড এর পক্ষ থেকে ১ মাসের বেতনসহ নগদ ৩ লক্ষ ৭৪ হাজার ৮৬৩ টাকার অনুদানের চেক নিহতের বাবা আব্দুল জলিল এবং স্ত্রী মোছাম্মদ হাফিজা আক্তার এর হাতে হস্তান্তর করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।
মোঃ শাহাজাদা হিরা:: আজ ২৬ জুলাই রবিবার দুপুর ১২ টার দিকে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল এর সম্মেলন কক্ষে বরিশাল বিসিক শিল্পনগরীর বেঙ্গল বিস্কুট লিমিটেড এর সহকারী অপারেটর কর্মরত অবস্থায় নিহত আব্দুল রাজ্জাকের পরিবারের হাতে বেঙ্গল বিস্কুট লিমিটেড এর পক্ষ থেকে ১ মাসের বেতনসহ নগদ ৩ লক্ষ ৭৪ হাজার ৮৬৩ টাকার অনুদানের চেক নিহতের বাবা আব্দুল জলিল এবং স্ত্রী মোছাম্মদ হাফিজা আক্তার এর হাতে হস্তান্তর করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল বিসিকের উপ মহাব্যবস্থাপক (অঃ দাঃ) মোঃ জালিস মাহমুদ, শিল্প নগরী কর্মকর্তা বিসিক বরিশাল মোঃ জহিরুল ইসলাম। ফ্যাক্টরি ম্যানেজার বেঙ্গল বিস্কুট লিমিটেড বরিশাল আব্দুর রহমান, সহকারী ম্যানেজার ডিস্ট্রিবিউশন বেঙ্গল বিস্কুট লিমিটেড বরিশাল মোঃ নাসির উদ্দীনসহ নিহতের পিতা, স্ত্রী শিশু পুত্র, ভাই উপস্থিত ছিলেন।
গত ১ জুলাই ২০২০ তারিখ বরিশাল বিসিক শিল্পনগরীর বেঙ্গল বিস্কুটের কারখানায় কর্মরত অবস্থায় কনভেয়ার বেল্টে আটকে পরে মৃত্যু বরণ সহকারী অপারেটর সুগার গ্রান্ডিং আব্দুল রাজ্জাক (২৩)। বেঙ্গল বিস্কুট লিমিটেড মাত্র ২৬ দিনের মাথায় সকল নিয়ম কানুন মেনে আবদুর রাজ্জাক এর পরিবারের হাতে বেঙ্গল বিস্কুট লিমিটেড এর পক্ষ থেকে তার দেনা পাওনাসহ নগদ ৩ লক্ষ ৭৪ হাজার ৮৬৩ টাকা জেলা প্রশাসক এর মাধ্যমে তুলে দেওয়া হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com