‘চোরে শোনে না ধর্মের কাহিনী’। এমনি ঘটনা ঘটেছে বরিশাল নগরীর কাউনিয়ার বিসিক শিল্প নগরী জামে মসজিদে। চোরের দল মসজিদের দান বাক্সের তালা ভেঙে প্রায় ১০ থেকে ১২ হাজার টাকা চুরি করে নিয়ে গেলে। রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মসজিদের ইমাম হাফেজ মোঃ মারুফ হোসেন।
মারুফ হোসেন বলেন, আমি ছুটিতে থাকায় শনিবার রাতে কোনো এক সময় চোরেরা এ ঘটনা ঘটায়। এ নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তিনি আরো বলেন, এলাকার মাদকসেবীরা এ চুরির সাথে জড়িত। তবে, যারাই জড়িত থাক না কেন মসজিদে চুরি একটি ন্যক্কারজনক কাজ।
মসজিদের কমিটির সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান জানান, এটি চোরের কাজ না। মাদকসেবীদের কাজ। চোরেরও ধর্ম আছে, তারা এ কাজ করতে পারে না। তবে, এলাকায় খোঁজ খবর নেয়া হচ্ছে। জড়িতদের ধরে আইনের হাতে সোপর্দ করা হবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com