বরিশাল বিসিকে মোবাইল কোর্ট অভিযানে ২ বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

লেখক:
প্রকাশ: ৫ years ago

আজ ২৮ আগস্ট বিকাল ৫ টায়  জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল এর সার্বিক নির্দেশনায় বরিশাল নগরীর কাউনিয়া বিসিক শিল্পনগরী এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় আল আমিন বেকারিকে ৫০ হাজার টাকা এবং পচাবাসি খাবার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করার দায়ে সাহাবুদ্দিন বেকারিকে।

 

ভোক্তা অধিকার আইনের ৪৩ ধার‍্য অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পৃথক দুটি মোবাইল কোর্ট পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম। প্রসিকিউশন অফিসার ছিলেন সিটি কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর, এনামুল হক তিনি প্রসিকিউশন প্রদান করেন। আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন মেট্রোপলিটন পুলিশের সদস্যরা। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।