জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বরিশাল বিশ্বিবদ্যালয়ে ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ও এর আইনি তাৎপর্য’ শীর্ষক এক ওয়েবিনারের আয়োজন করে বিশ্বিবিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন এমিকাস গিল্ড।
রোববার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্বিবিদ্যালয়ের সম্মেলন কক্ষে ওই ওয়েবিনার অনুষ্ঠিত হয়।
ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্বিবিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
ওয়েবিনারে উপাচার্য বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাঙালি বিজয়ের পরিপূর্ণতা লাভ করেছিলো। ১৬ ডিসেম্বর বাঙালি বিজয় অর্জন করলেও বিজয়ের স্বাদ অবলোকন করার জন্য বাঙালি জাতিকে ১৯৭২ সালের এর ১০ জানুয়ারী পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। সেদিন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পশ্চিম পাকিস্তানের কারান্তরীন শেষে নিজভুমিতে ফিরে ছিলেন। ১০ ই জানুয়ারি বঙ্গবন্ধু দেশে না ফিরলে স্বাধীনতা বিজয়ের পূর্ণতা পেত না।
অনান্য আলোচকের মধ্যে ছিলেন জগন্নাথ বিশ্বিবিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. এস. এম. মাসুম বিল্লাহ্ ও বিশেষ আলোচক ছিলেন বরিশাল বিশ্বিবিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক সুলতানা জাহান।
ওয়েবিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ববির আইন বিভাগের শিক্ষার্থী (এলএলবি) মোঃ মমিন ইউ আহম্মেদ, আইন বিভাগের শিক্ষার্থী (এলএলবি) মোসাঃ তাশরিফা আক্তার ও আইন বিভাগের শিক্ষার্থী (এলএলবি) মাসুম বিল্লাহ। আইন বিভাগের শিক্ষার্থী (এলএলএম) আব্দুলাহ্-আল-মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইন বিভাগের শিক্ষার্থী (এলএলবি) আসাদুজ্জামান ইদ্রিস।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com