বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বছর ভর্তি পরীক্ষায় পাশের হার ৩০ দশমিক ১৫ ভাগ।
রোববার (২৫ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় ‘ক’ ইউনিটে পাশের হার ৩০ দশমিক ৮৫ ভাগ, ‘খ’ ইউনিটে পাশের হার ২৮ দশমিক ৩১ ভাগ, এবং ‘গ’ ইউনিটে পাশের হার ৩০ দশমিক ৬১ ভাগ। সবমিলিয়ে, মোট পাশের হার ৩০ দশমিক ১৫ ভাগ।
এছাড়া http://admission.eis.bu.ac.bd ওয়েবসাইটে প্রবেশের মাধ্যমে ভর্তি পরীক্ষার জানা যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করে।
এর আগে বিকেল ৫ টায় অনলাইনে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক।
ফলাফল প্রকাশকালে উপস্থিত ছিলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, সিন্ডিকেট সদস্য কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো: মুহসিন উদ্দীন, সিন্ডিকেট সদস্য জীববিজ্ঞান অনুষদের ডিন ড. মো. হাসিনুর রহমান, সিন্ডিকেট সদস্য ফলাফল প্রস্তুতকরণ ও তথ্যপ্রদান ইউনিটের সমন্বয়ক সিএসই বিভাগের চেয়ারম্যান বঙ্গবন্ধু হলের প্রভোস্ট রাহাত হোসাইন ফয়সাল, প্রক্টর ড. সুব্রত কুমার দাস, শিক্ষক সমিতির সভাপতি ও শেরে বাংলা হলের প্রভোস্ট মো: ইব্রাহীম মোল্লা, সাধারন সম্পাদক ভূ-তত্ত্ব ও খনি বিদ্যা বিভাগের চেয়ারম্যান আবু জাফর মিয়া প্রমুখ।
প্রসঙ্গত, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের অধীনে ২৪ টি বিভাগের এক হাজার চার’শ ৪০টি আসনের বিপরীতে ২৮ হাজার চার’শ দুইজন শিক্ষার্থী আবেদন করেছিলেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com