আগামী ২০ সেপ্টেম্বর অনলাইনে আবেদন গ্রহণ শুরু হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার। ২০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ২ টা শুরু হয়ে ২২ অক্টোবর ২০১৮ সোমবার রাত ১২ টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের জন্য আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে “admission.eis.bu.ac.bd” এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি উপরোক্ত ওয়েবসাইট ছাড়াও “barisaluniv.ac.bd এবং barisaluniv.edu.bd” তে পাওয়া যাবে।
২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৩ ও ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। ২৩ নভেম্বর শুক্রবার সকাল ১০ টা থেকে ১১ টায় “খ” ইউনিট, বিকাল ৩ টা থেকে ৪ টা “গ” ইউনিট এবং ২৪ নভেম্বর শনিবার সকাল ১১ টা ১২:৩০ টা “ক” ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিভিন্ন ইউনিটের পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য অফিস চলাকালীন সময়ে “ক” ইউনিট- ০১৮৭৭৭১৭৩৭৫, “খ” ইউনিট-০১৮৭৭৭১৭৩৭৬, “গ” ইউনিট- ০১৮৭৭৭১৭৩৭৭ এই হেল্পলাইন নম্বর সমূহে পাওয়া যাবে।
উল্লেখ্য বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৬টি অনুষদের অধীন ২২টি বিভাগের পাশাপাশি চলতি ২০১৮-১৯ শিক্ষাবর্ষ হতে নতুন আরও ২টি বিভাগ সংযোজিত হয়েছে, যার একটি ‘ইতিহাস ও সভ্যতা বিভাগ’ এবং অন্যটি ‘পরিসংখ্যান বিভাগ’।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com