বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আবেদন শুরু হচ্ছে ২৪ সেপ্টেম্বর

:
: ৭ years ago

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন শুরু হচ্ছে ২৪ সেপ্টেম্বর রোববার। ওই দিন দুপুর ২ টা থেকে শুরু হওয়া আবেদনের সময় শেষ হবে ২৪ অক্টোবর
মঙ্গলবার রাত ১২ টায়। ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের জন্য আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে
admission.eis.bu.ac.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি উপরোক্ত ওয়েবসাইট ছাড়াও
barisaluniv.ac.bd এবং barisaluniv.edu.bd তে পাওয়া যাবে। ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৪ ও ২৫ নভেম্বর।
উল্লেখ্য বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৬টি অনুষদের অধীন ২০টি বিভাগের পাশাপাশি
চলতি ২০১৭-১৮ শিক্ষাবর্ষ হতে নতুন আরও ২টি বিভাগ সংযোজিত হয়েছে, যার একটি
‘গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ’ এবং অন্যটি ‘বায়োকেমেস্ট্রি ও বায়োটেকনোলজি বিভাগ’।