বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) চলতি ২০১৯-২০ শিক্ষাবর্ষে ‘খ’ ও ‘গ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।সকাল থেকে বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে বিপাকে পড়েন শিক্ষার্থীরা।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘খ’ ইউনিট ও বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ নগরীর ৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
এডমিট কার্ডের নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশন কার্ড না আনায় প্রায় ৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি।
পরীক্ষা শুরুর পরপরই সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করেন
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
তিনি কেন্দ্র পরিদর্শন করে সার্বিক প্রস্তুতির সন্তুষ্টি প্রকাশ করেন। এবার কোনো প্রশ্নপত্র ফাঁস বা ফাঁসের গুজব না ছড়ানোয় সকলকে ধন্যবাদ জানান। তবে সকালের বৃষ্টিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয় বলে জানান উপাচার্য।
দ্বিতীয় দিন শনিবার সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ নগরীর ১২টি কেন্দ্রে ‘ক’ ইউনিটে ৫৮০টি আসনের বিপরীতে ২০ হাজার ৫৬৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।
পরীক্ষা শেষে আগামী ৩০ ডিসেম্বর ফল প্রকাশ করার কথা বলেছেন উপাচার্য।