বরিশাল বিশ্ববিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হলেন বিভাগের সহকারী অধ্যাপক মনিরা বেগম। এবিষয়ে ৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দপ্তর থেকে রেজিস্টার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দিনের স্বাক্ষরিত এক চিঠিতে ১০ এপ্রিল থেকে আগামী ৩ বছরের জন্য মনিরা বেগমকে চেয়ারম্য্যানের দায়িত্বপালনের জন্য এ নির্দেশনা প্রদান করা হয়।
তিনি বিভাগের বর্তমান চেয়ারম্যান সহকারী অধ্যাপক শরিফা উম্মে শিরিনা’র স্থালাভিষিক্ত হবেন। মনিরা বেগম বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০১৮ সালে গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০২০ সালের ডিসেম্বরে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ হতে ২০১৬ সালে স্নাতকে প্রথম স্থান এবং ২০১৭ সালে স্নাতকোত্তরে ২য় স্থান লাভ করেন। এছাড়াও তার বেশ কয়েকটি গবেষনা দেশী বিদেশী বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com