বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থীর এক ব্যতিক্রম ধর্মী কাজ

লেখক:
প্রকাশ: ৬ years ago

জাকারিয়া আলম দিপুঃ বরিশাল বিশ্ববিদ্যালয় ২০১২ সালে যাত্রা শুরু করলেও আইন বিভাগের যাত্রা শুরু হয় ২০১৩ সাল থেকে। বয়স খুব অল্প হলেও, ছাত্র – ছাত্রীদের মেধা দেখে মনে হচ্ছে যেন অভূতপূর্ব সাফল্যর দিকে এগিয়ে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩য় ব্যাচের একজন শিক্ষার্থী আজহারুল ইসলাম। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকের একটি পাবলিক গ্রুপ তিনি চালান। গ্রুপটির নাম, ” আইনি সমস্যা ও সমাধান। খুব অল্প সময়েই জনপ্রিয় হয়ে উঠে গ্রপটি। আজকাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩য় ব্যাচের শিক্ষার্থী আজহারুল ইসলাম

গ্রাম থেকে শুরু করে শহরে সব মানুষই ফেইসবুক নামের যোগাযোগের মাধ্যমটির সাথে পরিচিত। সেটাকে ইতিবাচক দিকে ব্যবহার করার জন্যই তার এই উদ্যোগ।

এই গ্রুপের মাধ্যমে মানুষ নানান ধরনের আইনি পরার্মশ যাচ্ছে যেখানে একজন ভালো Advocate এর কাছে সেই একই পরার্মশের জন্য আপনাকে ৪/৫ হাজার টাকা গুনতে হচ্ছে এখানে আপনি যাচ্ছেন সেই একই সেবা বিনামুল্যে।বর্তমানে গ্রুপটির সদস্য ৬০০০ হলেও অতি অল্প সময়েই গ্রুপটি জনপ্রিয় হয়ে উঠে।

অসাধারন মেধাবী আজহারুল ইসলামের একামেডিক রেজাল্টও ভালো( First class Second) . আজহারুলকে আমি প্রশ্ন করেছিলাম, আপনি পড়াশুনা ত এখনো শেষ করতে পারেন নি তাহলে কিভাবে এতকিছু সামাল দেন????? । তিনি আমাদের জানান, আসলে এই গ্রুপে পারিবারিক সমস্যাই বেশি আসে। যেগুলো আমরা Muslim law ও Hindu law তেই পড়েছি, তাছাড়া বিশেষ কিছু জানতে হলে আমার বিভাগের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ আমাকে সাহায্য করেন। বিশেষ করে আইন বিভাগের প্রভাষক সাদেকুর রহমান স্যার ও জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ের গোলাম হাসান স্যার আমাকে সব সময়ই সাহায্য করেন ও উৎসাহ দেন।বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার জন্য এভাবেই সব মেধাবীদের এগিয়ে আসা উচিত। ।