বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ও বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্রের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার (১২ মে) ববি ক্যাম্পাসে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্রের অত্যাধুনিক ল্যাব ও গবেষণা মাঠ ব্যবহারের সুযোগ পাবে।
পাশাপাশি এই চুক্তির ফলে প্রতিষ্ঠান দুটির মধ্যে যৌথ গবেষণা ও টেকনোলজি ট্রান্সফারের দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছাদেকুল আরেফিন ও বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্রের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুঁইয়া, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. সুব্রত কুমার দাস, বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিমল চন্দ্র কুন্ডু ও ড. মোহাম্মদ ইমরান খান চৌধুরী স্বাক্ষী হিসেবে স্বাক্ষর প্রদান করেন।
জীববিজ্ঞান অনুষদের ডিন ড. সুব্রত কুমার দাস জানান, এ সমঝোতার মাধ্যমে কৃষি গবেষণার ক্ষেত্রে শিক্ষার্থীরা সকল সুযোগ সুবিধা পাবেন। তাদের গবেষণার দ্বার উন্মেচিত হলো।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর, পরিচালক (বহিরাঙ্গন), জীববিজ্ঞান অনুষদভুক্ত বিভাগ সমূহের চেয়ারম্যানবৃন্দ, উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দ ও বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের বৈজ্ঞানিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com