বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির উদ্যোগে প্রথম জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় বরিশাল বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি’র আয়োজনে দেশের ২৬টি বিশ্ববিদ্যালয়ের ৩২টি দলের অংশগ্রহণে এই প্রথম জাতীয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম। এ সময় উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভূঁঞা, অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মো. ফজলুল করিম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম, বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির চিফ মডারেটর মোহাম্মদ তানভীর কায়সার, মডারেটর মো. সাখাওয়াত হোসেন ও জ্যোতির্ময় বিশ্বাস, ছাত্র-শিক্ষক মিলনায়তনের পরিচালক ড. তারেক মাহমুদ আবির, সাবেক ছাত্র উপদেষ্টা বঙ্কিম চন্দ্র সরকারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি শিক্ষাজীবনে বিতর্ক চর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, বিতর্ক চর্চা মানুষের তথ্য ভান্ডারকে অনেক সমৃদ্ধ করে। পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খেয়ে নেওয়ার মত স্মার্ট করে গড়ে তোলে। বিতর্ক চর্চা চলার পথকে সহজ করে দেয়। যারা শিক্ষাজীবনে বিতর্ক চর্চার সঙ্গে সম্পৃক্ত থাকে ভবিষ্যতে তারা যে কোন অভীষ্ট লক্ষ্য অর্জনের ক্ষেত্রে অন্যান্যদের চেয়ে এগিয়ে থাকে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com