বরিশাল বিশ্ববিদ্যালয়ে সেল্ফ এ্যাসেসমেন্ট রিপোর্ট এন্ড ইমপ্রুভমেন্ট প্লান (Preparing SAR and Improvement Plan) শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় ক্যাম্পাসের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন এর সভাপতিত্বে প্রশিক্ষন কর্মশালায় রিসোর্চপার্সন ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির অতিরিক্ত পরিচালক ও সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাজিনা সুলতানা।
ববি’র আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. রহিমা নাসরিনের সঞ্চালনায় দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সেলফ অ্যাসেসমেন্ট কমিটির ১৮ জন সদস্য অংশগ্রহন করেন।