বরিশাল বিমানবন্দর থানার নতুন ওসি মাহাবুব

লেখক:
প্রকাশ: ৫ years ago

বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন মাহাবুবুল আলম। তিনি বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের পরিদর্শক ছিলেন।

২৭ মার্চ বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিভাগ তাকে ওই থানার দায়িত্ব দেন এবং ওইদিনই তিনি কর্মস্থলে যোগদান করেন।

বরিশাল পুলিশের একটি সূত্র জানিয়েছে, বিমানবন্দর থানার তৎকালীন ওসি আনোয়ার হোসেনকে গত বছরের ৩১ জুলাই কাউনিয়া থানায় বদলি করা হয়। এরপর থেকে ওই থানায় দায়িত্ব পালন করে আসছিলেন ওসি তদন্ত আব্দুর রহমান মুকুল।

ওসি মাহাবুব উল আলম এর আগে বরিশাল মেট্রোপলিটন বন্দর (সাহেবেরহাট) থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন।’