বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির নতুন কমিটি

লেখক:
প্রকাশ: ৭ years ago

ঢাকাস্থ বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির ৪৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়ছেন দৈনিক বাংলাদেশ নিউজ’র সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট আমিনুল ইসলাম মির্জা।

সোমবার (৩১ জুলাই) জাতীয় প্রেসক্লাবে সমিতির প্রধান উপদেষ্টা ও দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার নতুন এ কমিটি ঘোষণা করেন। আগামী দুই বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে। এ সময় সমিতির উপদেষ্টা কায়কোবাদ মিলন, আবদুর রহমান খান এবং আবদুর রহমান তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন। সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-সিনিয়র সহ-সভাপতি মাহমুদ আল ফয়সাল (এসএ টেলিভিশন), সহ-সভাপতি আলিমুজ্জামান হারুন (লাস্টনিউজবিডিডটকম) এবং হেমায়েত হোসেন (নিউ নেশন), যুগ্ম সম্পাদক খোন্দকার কাওছার হোসেন (ভোরের কাগজ), মামুন আবেদীন (ভোরের কাগজ) এবং সহিদুল ইসলাম রানা (বিএসএস), কোষাধ্যক্ষ জহিরুল হক রানা (বিএসএস), দফতর সম্পাদক মাইনুল হাসান সোহেল (ইনকিলাব), সাংগঠনিক সম্পাদক এ এস এম জাকির হোসেন (আজকের সংবাদ), নারী বিষয়ক সম্পাদ মাহমুদা ডলি (দেশজনতা ডটকম), সাংস্কৃতিক সম্পাদক মেহেদী আজাদ মাসুম (আলোকিত সময়), তথ্য ও গবেষণা সম্পাদক নিজামুল হক (ইত্তেফাক), ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীম (জাস্টনিউজ)।

এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন- সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, হাসান আরেফিন (বর্তমান), সাবেক সাধারণ সম্পাদ আজমল হক হেলাল (সকালের খবর), হারুণ-অর-রশীদ স্বপন (বাংলা ট্রিবিউন), শফিকুল ইসলাম (বাংলা ট্রিবিউন), আসাদুজ্জামান সম্রাট (আমাদেরসময়ডটকম), ওবায়দুল হক খান (দেশবার্তা), কিশোর কুমার (সরাসরি), শেখ মামুন (যুগান্তর), জিলানী মিলটন (নয়া দিগন্ত), আশীষ কুমার সেন (আজকালের খবর), সিদ্দিকুর রহমান (মানবকন্ঠ), শাহজাহান সাজু (খবরপত্র), হাফিজ আল আসাদ (সাঈদ খান) (বৈশাখী টিভি), কাজল হাজরা (সমকাল), রেজাউল করিম (ইত্তেফাক), শেখ জামাল (বর্তমান), সিদ্দিকুর রহমান (বাংলাদেশ সময়), সাইখুল ইসলাম উজ্জল (আরটিভি), শাহাব উদ্দিন মাহাতাব (দেশ টিভি), রোকসানা ইভা (এটিএন বাংলা), আসাদুর রহমান আসাদ (আমাদের সময়), মাজহারুল ইসলাম (বর্তমান), জান্নাতুল ফেরদৌস সোহেল (ভোরের পাতা), শামীম হাওলাদার (নয়া দিগন্ত), মানিক লাল ঘোষ (মাইটিভি) এবং মিজান শাহজাহান (এটিএন বাংলা)।