প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বরিশাল বিভাগে শতকরা মোট পাশের হার ৯৬ দশমিক ২২। শনিবার বিকেল বরিশাল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা লাইজু এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে ইন্টারনেট সমস্যার কথা জানিয়ে ইবতেদায়ী পরীক্ষার ফলাফলের বিষয়ে কোন তথ্য জানাতে পারেননি তিনি। তিনি বলেন, প্রাথমিকে বরিশাল বিভাগ পাশের হারে প্রথম স্থান অধিকার করেছে। প্রাথমিকে মোট তালিকাভুক্ত পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ১ লাখ ৬৭ হাজার ৬৭৪ জন এবং পরীক্ষায় অংশগ্রহন করে ১ লাখ ৬১ হাজার ১৭২ জন। যারমধ্যে মোট জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৯৪৭জন। যারমধ্যে ছেলে ৩ হাজার ৫০৯ জন এবং মেয়ে ৫ হাজার ৪৩৮জন। পাশের হার ও জিপিএ ৫ -এ মেয়ের এগিয়ে রয়েছে। মেয়েদের পাশের হার ৯৬ দশমিক ৬৫ এবং ছেলেদের পাশের হার ৯৫ দশমিক ৬৭।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com