বরিশাল বিভাগে আরও ৫৫ জনের করোনা শনাক্ত

:
: ৪ years ago

বরিশাল বিভাগের ৬ জেলায় নতুন করে আরও ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন ৫৫ জনসহ বরিশাল বিভাগে এ পর্যন্ত ২ হাজার ২শ’ ৭৩ জনের করোনা শনাক্ত হল। গত ২৪ ঘন্টায় ২ জনসহ এ পর্যন্ত বিভাগে করোনায় মৃত্যু হয়েছে ৪৯ জনের। সুস্থ হয়েছেন ৬শ’ ৩৫ জন। সে হিসেবে দুপুর পর্যন্ত বরিশাল বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৫শ’ ৮৯ জন।

 

বরিশাল বিভাগের সহকারী স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে নতুন করে ৫৫ জনের করোনা সনাক্ত হয়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে ২জনের। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১৩ জন।

সর্বাধিক ১ হাজার ৩শ’ ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে বরিশাল জেলা ও মহানগরীতে। এছাড়া পটুয়াখালীতে ২শ’ ৫৮জন, ভোলায় ১শ’ ৮৯ জন, বরগুনায় ১শ’ ৭৮ জন, পিরোজপুরে ১৬৩ জন এবং ঝালকাঠীতে করোনা শনাক্ত হয়েছে ১৬৭ জনের।

 

করোনা সংক্রমণ এড়াতে বাববার সাবান দিয়ে হাত ধোয়া, মাস্ক ব্যবহার এবং শারীরিক দূরত্ব মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন সহকারী স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মজুমদার।