বরিশাল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার ও সনদ প্রদান

লেখক:
প্রকাশ: ৫ years ago

জাকারিয়া আলম দিপুঃ বরিশাল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার আয়োজিত বাংলা নববর্ষ ১৪২৬ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োাজিত রচনা,চিত্রাংকন ও বইপাঠ প্রতিযোগিতার পুরস্কার ও সনদ প্রদান অনুষ্ঠান ২৪ জুলাই বুধবার সকাল ১১টায় সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বজ্রমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শফিকুর রহমান সিকদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক খালিদ মোহাম্মদ সাইফুল্লাহ্।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়ায় সৈয়দ বজলুল হক কলেজের অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম, গ্লোবাল ইউনিভাসিটি বাংলাদেশ’র ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ ইমামুল ইসলাম, কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইল ইসলাম।

অনুষ্ঠানে পুরস্কার বিজয়ীদের মধ্যে বই, ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আগামী প্রজন্মকে জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ ও সৃষ্টিশীল করে তোলার লক্ষ্যে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের এ উদ্যোগ খালিদ সাইফুল্লাহ অধীনে অব্যাহত থাকবে।