বরিশাল বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপে বরিশাল জেলা এবং বঙ্গমাতা গোল্ডকাপে বরগুনা চ্যাম্পিয়ন।

লেখক:
প্রকাশ: ৪ years ago

২৯ জানুয়ারি বুধবার সকাল ১০ টার দিকে। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে, বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস বরিশাল এর আয়োজনে। বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর খেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খেলায় পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি মাননীয় প্রতিমন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক শামীম এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার বরিশাল মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এস, অজিয়র রহমান, উপ-পরিচালক প্রাথমিক শিক্ষা বরিশাল এস এম ফারুক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরিশাল মোঃ আবদুল লতিফ মজুমদার, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর উপজেলা মোঃ মোশারফ হোসেন, জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ আনোয়ার হোসেন, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান বরিশাল সদর উপজেলা এডভোকেট মাহবুবুর রহমান মধুসহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা কর্মচারি, ফাইনালে অংশগ্রহণকারী জেলার টিম ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

গত ২৭ জানুয়ারি বিভাগীয় পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর খেলা অনুষ্ঠিত হয়। আজ সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর ফাইনাল খেলায় বরগুনা জেলা বনাম বরিশাল জেলার মধ্যকার খেলায় বরগুনা ২-০ গোলে বরিশাল জেলা কে হারিয়ে ফাইনালে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর ফাইনালে বরিশাল জেলা বনাম পটুয়াখালী জেলার মধ্যকার খেলায় বরিশাল জেলা ২-০ গোলে পটুয়াখালী জেলাকে হারিয়ে ফাইনালে চ্যাম্পিয়ন হয়। উভয় দলের মাঝে ট্রফি তুলে দেন প্রতিমন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয় কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক শামীম এমপিসহ অন্যান্য অতিথিবৃন্দ। চ্যাম্পিয়ন টিম এরপরে জাতীয় পর্যায়ে খেলায় অংশগ্রহণ করবে।