বরিশাল বিভাগীয় কমিশনারের আশ্বাসের ৮ রুটে সড়ক অবরোধ স্থগিত

:
: ৭ years ago

বরিশাল বিভাগীয় কমিশনারের আশ্বাসের প্রেক্ষিতে বুধবার বিকেলে ঝালকাঠি জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি সড়ক অবরোধ স্থগিত করা হয়েছে। এর আগে গতকাল সোমবার জেলার নলছিটির জিরো পয়েন্টে সড়ক অবরোধ করে বরিশাল-পটুয়াখালী-বরগুনাসহ ৭টি রুটে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক সমিতি। এ সময় কুয়াকাটা থেকে আসা একটি বাস ভাঙচুর করে শ্রমিকরা।

এদিকে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জিরো পয়েন্টে ঝালকাঠি বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি শুরু করে। গত ১৮ ডিসেম্বর থেকে ঝালকাঠি বাস মালিক সমিতির গাড়ি বরিশাল-পটুয়াখালী-বরগুনাসহ ৮টি রুটে চালাতে না দেয়ার প্রতিবাদে এ কর্মসূচির ডাক দেয়। এরই ধারাবাহিকতায় বরিশাল-খুলনা মহাসড়কের ঝালকাঠির রায়াপুর নামকস্থানে অবস্থান নিয়ে মালিক সমিতি বরিশাল মালিক সমিতির গাড়ি চলাচল বন্ধ করে দেয়।

বরিশাল বিভাগীয় কমিশনারের আশ্বাসের বিষয়ে ঝালকাঠি জেলা বাস ও মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মিলন মাহমুদ বাচ্চু বলেন, বিভাগীয় কমশিনারের আশ্বাসের প্রেক্ষিতে আমাদের জিরো পয়েন্টের অবরোধ কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। দাবি পূরণ না হলে কর্মসূচি চলবে।