বরিশাল বিভাগীয় অনলাইন প্রকাশক ও সম্পাদক পরিষদের আত্মপ্রকাশ

:
: ৩ years ago

বরিশাল বিভাগীয় অনলাইন প্রকাশক ও সম্পাদক পরিষদের আত্মপ্রকাশ। বরিশালের বিভিন্ন অনলাইন পত্রিকার প্রকাশক ও সম্পাদক দের নিয়ে ১৯ এপ্রিল সন্ধ্যায় ইফতার শেষে স্থানীয় একটি পত্রিকা অফিসে এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত বিভিন্ন নিউজ পোর্টাল মালিকদের সম্মতিক্রমে ফরহাদ হোসেন( অন্যায়ের প্রতিবাদ) কে সভাপতি, শফিউর রহমান কামাল( দেশের সংবাদ) কে সাধারন সম্পাদক নির্বাচন করে বরিশাল বিভাগীয় অনলাইন প্রকাশক ও সম্পাদক পরিষদ নামে অনলাইন নিউজ পোর্টাল মালিকদের সংগঠনের আত্মপ্রকাশ করা হয়।

ফয়সাল রাকিব ( বাংলার কণ্ঠস্বর) কে সাংগঠনিক সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটিতে অন্যান্য পদে সহ সভাপতি সৈয়দ বাবু ( বিএসএল ক্রাইম নিউজ), সহ সভাপতি খান মনিরুজ্জামান ( পাঠকের সংবাদ) সহ সভাপতি আম্মার হোসেন ( আজকের ক্রাইম টাইমস), যুগ্ন সম্পাদক সাখাওয়াত হোসেন (ক্রাইম ফোকাস), সহ-সম্পাদক ইমরান হোসেন,

সহ সম্পাদক সৈয়দ জিহাদ ( সময়ের খবর) সহ-সাংগঠনিক সম্পাদক এম আর শুভ ( একুশের আলো), দপ্তর সম্পাদক রাজিব তাজ ( একুশের সময়), অর্থ সম্পাদক জুবায়ের ইসলাম (স্বাধীন নিউজ ৭১) প্রচার সম্পাদক আকাশ ইসলাম ( আজকের ক্রাইম টাইমস),

শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এস এল টি তুহিন ( আজকের ক্রাইম টাইমস), আইন বিষয়ক সম্পাদক সুব্রত বিশ্বাস (বরিশাল মুক্ত খবর), ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ রহমতউল্লাহ পলাশ (মদিনা কণ্ঠ), ক্রিয়া বিষয়ক সম্পাদক শামসুল আরেফীন ( বাংলার ঐতিহ্য), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন( বিএসএল ক্রাইম-নিউজ), তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহাদী হাসান (বরিশাল রূপান্তর),

ত্রাণ দুর্যোগ বিষয়ক সম্পাদক নাঈম ইসলাম (বিজয়ের বাংলাদেশ) পাঠাগার সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ পারভেজ ( দৈনিক আজকাল), সমাজসেবা বিষয়ক সম্পাদক আলামিন (বরিশালের ডাক) কার্যনির্বাহী সদস্যঃ রোমান চৌধুরী (বরিশাল প্রেস), আরিফুল ইসলাম (আমার বরিশাল ২৪), ইউসুফ আলী সৈকত (মেহেন্দিগঞ্জ সংবাদ), শহিদুল ইসলাম( দৈনিক একুশের সময়), লিটন বাইজিদ (আজকের সত্য সংবাদ)।

সদস্যঃ হাজী মোহাম্মদ শামীম হোসেন (দৈনিক স্বাধীন বার্তা), শেখ সুজন (সময়ের খবর), মামুন হাং( বাংলার ক্রাইম বার্তা), শাহাদাত হোসেন (ডেইলি বাংলার ক্রাইম২৪) মোঃ ইমরান (দেশের সংবাদ), আরিফ (বাবুগঞ্জ দর্পণ),ইউনুস খান (মেহেন্দিগঞ্জ সংবাদ) কমিটি গঠন শেষে অত্র সংগঠনের সভাপতি, সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক আলাদা বক্তব্যে বরিশালে অনলাইনে কর্মরত সাংবাদিকদের কল্যাণে ও মানোন্নয়নে কাজ করার ও সর্বদা পাশে থাকার আশ্বাস প্রদান করেন।