জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জম্মশত বার্ষিকী উপলক্ষে বরিশাল বিচার বিভাগ কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭ মার্চ বিকেল ৪ টায় বরিশাল জেলা দায়রা জজ আদালতের সভা কক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল জেলা ও দায়রা জজ মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল চীফ মেট্টোপলিটন ম্যাজিষ্ট্রেট মোঃ কবির উদ্দিন প্রামানিক চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ মহিবুল হাসানসহ অন্যান্য বিচারকগন ও আদালতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেখে যাওয়া দেশের প্রতি অবদানের নানা বিষয়ে আলোচনা করা হয়।