বরিশালে সরকারি বিএম কলেজের ইংরেজি বিভাগের ছাত্র রুবেল মিয়ার হত্যাকারীদের ফাঁসির দাবিতে নগরীর টাউন হলের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রুবেলের সহপাঠী ও পরিবারের উদ্যোগে শনিবার (৯ মার্চ) বেলা ১১টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তৃতা করেন নিহতের চাচা নাছির উদ্দিন মিয়া ও নিহতের ভাই সজিব মিয়াসহ অন্যান্যরা। এসময় বক্তারা রুবেলের হত্যাকারী মেহেদী হাসান রনির ফাঁসির দাবি জানান।
প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বন্ধুর বোনকে তার সাবেক স্বামীর উত্যক্তের হাত থেকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হন রুবেল মিয়া। স্থানীয়রা ঘাতক রনিকে আটক করে তাৎক্ষণিক পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় রনির বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করে নিহতের পরিবার।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com