বরিশাল বাবুগঞ্জে ক্যবল নেটওয়ার্ক ব্যবসায়ির ছেলে ইয়াবাসহ গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ৬ years ago

বরিশাল বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকার ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ীর ছেলে অর্জুন দাশ (১৬) কে ১০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ । শুক্রবার (২৫ মে) রাত ৮ টার সময় বাবুগঞ্জ পাঁচরাস্তা নাকম স্থান থেকে তাকে আটক করা হয় । এ ঘটনার অনুকুলে বাবুগঞ্জ থারার এসআই তাজেল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন । মামলা নং – ০৯ ।

মামলা সুত্রে জানাযায়, রহতপুর বাজারের ডিস ব্যবসায়ি মৃত চান মিয়া দাশের ছেলে অর্জুনকে ইয়াবা ক্রয় বিক্রয় কালে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে পুলিশ।
সুত্র জানায়, ক্ষুদ্র অর্জুন দীর্ঘ দিন যাবত ইয়াবা ব্যবসায়ের সাথে জরিত।