বরিশাল বাবুগঞ্জে আলোচিত অবলা রানী দাস হত্যা মামলার তিন আসামী গ্রেফতার। বাবুগঞ্জে বাড়ি ভাড়া দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী মহিলাদের হামলায় বৃদ্ধা নিহতের ঘটনায় মামলা দায়েরের ১২ ঘন্টার মধ্যে মূল তিন আসামীকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।
এয়ারপোর্ট থানা অফিসার ইনচার্জ এইচ এম আব্দুর রহমান মুকুল এর নেতৃত্বে গতকাল রবিবার রাতভর শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে আজ সোমবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বন্দর থানাধীন দিনারের পোল নামক স্থান থেকে ওই তিন আসামীকে গ্রেফতার করা হয়।
ওসি’র নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন এস আই এনামুল হক, এএসআই জুয়েল, এএসআই জালাল ও এএসআই রাজ্জাক-২। থানা সূত্রে জানা গেছে, গতকাল রবিবার সকালে মেথর পরিবারকে বাড়ি ভাড়া দেয়াকে কেন্দ্র করে প্রতিবেশী মহিলাদের মারধরে অবলা রানী দাস (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়।
ঘটনায় ওই দিনই রাত সাড়ে ৯টায় নিহতের ছেলে তাপস চন্দ্র দাস বাদী হয়ে ৭ জনকে আসামী করে এয়ারপোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং ৭)। আসামীরা হলেন উত্তর রহমতপুর এলাকার মোঃ মিজানের স্ত্রী শিল্পী বেগম (৪০), মোঃ আলীর স্ত্রী রোজিনা (৩৩), চান মিয়ার স্ত্রী হেলেনা (৩০), মকবুলের স্ত্রী কমলা বেগম, নুর মোহাম্মদের দুই ছেলে মোঃ আলী (৪০) ও মকবুল এবং মৃত আজাহার আলীর ছেলে শাহজাহান।
এমন সংবাদের ভিত্তিতে উর্ধ্বতন কর্মকর্তাদের দিক নির্দেশনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম আব্দুর রহমান মুকুল’র নেতৃত্বে এসআই এনামুল, এএসআই জুয়েল, এএসআই জালাল ও এএসআই রাজ্জাক-২ সহ একটি চৌকশ টিম রাতভর ওই এলাকায় শ্বাসরুদ্ধকর অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা অটোযোগে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাদেরকে আটক করতে সক্ষম হন তারা। এ সময় আটক করা হয় মামলার ১নং আসামী শিল্পী বেগম (৪০), ৩নং আসামী হেলেনা (৩০) ও ৪নং আসামী কমলা বেগমকে।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ.এম আব্দুর রহমান মুকুল বলেন, বৃদ্ধা নিহতের ঘটনায় দায়েরকৃত মামলার আসামীদের গ্রেফতারে তৎপর ছিল পুলিশ। উর্ধ্বতন কর্মকর্তাদের দিক নির্দেশনা নিয়ে আমরা এই মামলার মূল তিন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকী আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com