ঘরে থাকুন সুস্থ থাকুন। বিশ্বব্যপী মহামারি আকারে ছড়িয়ে পড়া নোভেল কোভিড-১৯ করোনা ভাইরাস আজ আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকেও তাড়িয়ে বেড়াচ্ছে। দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস। অনেকে আক্রান্ত হয়েছেন আবার অনেকে এই ভাইরাসের ছোবলে মারাও গেছেন। তাই এই মূহুর্তে এই মহামারি ভাইরাস থেকে মুক্ত থাকতে ঘরে থাকতে হবে। পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে। একেবারে জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাহির হবারমতো অবস্থা এখন আর নেই।
এ অবস্থায় ঘরে থাকার সময় অলস সময় পাড় করতে বরিশাল রেঞ্জের বানারীপাড়া থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক এএসআই মো. জাহিদুল ইসলাম জাহিদ পৌর শহরের অর্ধশত মুসলিম পরিবারের মাঝে আমপারা (ছেপারা), নামাজ শিক্ষা, হাদিস, তসবিহ,মাস্ক ও লুডু বিতরণ করেছেন। অপরদিকে সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে তাদের ধর্মীয় বই,মাস্ক ও লুডু বিতরণ করেণ। এএসআই জাহিদুল ইসলাম জানান,বরিশাল জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বিপিএম (বার) ও বানারীপাড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) শিশির কুমার পালের উৎসাহে’ই তার এই ক্ষুদ্র অনুপ্রেরণা।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com