বরিশাল প্রেসক্লাবের নির্বাচনে এস এম জাকির প্যানেল বিজয়

লেখক:
প্রকাশ: ৩ years ago

আনন্দঘন পরিবেশ, ব্যাপক উত্তেজনা ও উদ্দেপনার ও মধ্য দিয়ে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। এতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এসএম জাকির হোসেন। সভাপতি পদে প্রতিদ্বদন্দ্বীতা করা তিন প্রার্থীই সমান ২৪টি করে ভোট পাওয়ায় প্রেসক্লাবের গঠনতন্ত্র নিয়ম অনুযায়ী আগামী ৭ দিনের মধ্যে ঐ (সভাপতি) পদে পুন: ভোট গ্রহণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সাইফুর রহমান মিরন।

গতকাল শুক্রবার (২৪) ডিসেম্বর রাতে ভোট গণনা শেষে প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনে সভাপতি পদ ছাড়া আনুষ্ঠানিকভাবে বাকি বিজয়ীদের নাম ঘোষণা করেন। এতে ৩৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন প্রেসক্লাবের বর্তমান সহ-সভাপতি এসএম জাকির হোসেন। ৩০ ভোট পেয়ে সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন পুলক চ্যাটার্জি ও ৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন কাজী আল মামুন। ৪০ ভোটে পেয়ে সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন এম জহির। ৪০ ভোট পেয়ে কোষাধাক্ষ্য পদে বিজয়ী হয়েছেন সুখেন্দু এদবর। ৪১ ভোট পেয়ে পাঠাগার সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মো: রুবেল খান।

৪৯ ভোট পেয়ে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন কেএম নয়ন। ৪৮ ভোট পেয়ে ক্রীড়া সম্পাদক পদে বিজয়ী হয়েছেন আরেফিন তুষার। ৪০ ভোট পেয়ে দপ্তর সম্পাদক পদে বিজয়ী হয়েছেন এম লোকমান হোসাইন। এছাড়া তপংকর চক্রবর্তী ৪৩ ভোট, কমল সেন গুপ্ত ৩৮ ভোট, মিজানুর রহমান ৪৫ ভোট, মো: আব্দুর রাজ্জাক ভূঁইয়া ৩৭ ভোট, এম মোফাজ্জেল ৫৩ ভোট, সুমন চৌধুরী ৫০ ভোট ও এসএম ইকবাল ৪৮ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন।

এর আগে গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫টায় নগরীর আগরপুর রোডে বরিশাল প্রেসক্লাব এর তৃতীয় তলার হল রুমে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনকে ঘিরে প্রেসক্লাবে নিরাপত্তা জোরদারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পুলিশ মোতায়েন ছিল। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রধান নির্বাচন কশিশনার সাইফুর রহমান মিরন ও নির্বাচন কশিশনার দেবাশীষ চক্রবর্তী দায়িত্ব পালন করেন।