বরিশাল প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির কাছে দায়িত্বভার হস্তান্তর

লেখক:
প্রকাশ: ৩ years ago

শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্বভার হস্তান্তর করা হয়েছে। গতকাল রাতে প্রেসক্লাব ভবনে এই দায়িত্ব হস্তান্তর করা হয়। এসময় নবনির্বাচিত সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল ও সাধারণ সম্পাদক এস এম জাকিররের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সভাপতি মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টু ও বিদায়ী সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ।

এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সহ-সাধারণ সম্পাদক এম জহির, কোষাধ্যক্ষ সুখেন্দু এদবর, পাঠাগার সম্পাদক মো: খান রুবেল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: কেএম নয়ন, ক্রীড়া সম্পাদক মো: আরেফিন তুষার, দপ্তর সম্পাদক এম লোকমান হোসাইন, কার্যনির্বাহী সদস্য তপংকর চক্রবর্তী, কমল সেনগুপ্ত,  মিজানুর রহমান, মো: আব্দুর রাজ্জাক ভূঁইয়া, এম মোফাজ্জেল ও সুমন চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন নুরুল আলম ফরিদ, দেওয়ান মোহন প্রমুখ